বিশ্বকাপে ৬৪ দল? উয়েফা সভাপতি বললেন ‘বাজে পরিকল্পনা’

বিশ্বকাপে ৬৪ দল? উয়েফা সভাপতি বললেন ‘বাজে পরিকল্পনা’

শুধু উরুগুয়ের ওই প্রতিনিধিই নন, স্বয়ং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও ২০৩০ বিশ্বকাপ ৬৪ দল নিয়ে আয়োজনের পক্ষে মত দিয়েছেন। এ নিয়ে তাঁর যুক্তি, প্রতিযোগিতার পরিধি বিস্তৃত হলে ফিফা আর্থিকভাবে বেশি লাভবান হবে। পাশাপাশি বিশ্বব্যাপী খেলার উন্নয়নেও দলের সংখ্যা বাড়ানো দরকার।

ইনফান্তিনোর এমন যুক্তিকে সমর্থন না জানিয়ে উল্টো কড়া সমালোচনা করলেন সেফেরিন। ৪৮ দল নিয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হবে ২০২৬ বিশ্বকাপ। পরের আসর বসবে মরক্কো, পর্তুগাল ও স্পেন। সেই আসরেই ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন নিয়ে ভাবছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

সেফেরিন কিছুতেই এভাবে দল বাড়ানোর পক্ষে নন। তিনি বলেন, ৬৪ দলের বিশ্বকাপ ধারণাটা বাছাইপর্বের জন্যও সুখকর হবে না, ‘এটা বিশ্বকাপের জন্য ভালো ধারণা নয়। এমনকি আমাদের বাছাইপর্বের জন্যও ভালো ধারণা নয়। ’

Scroll to Top