বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু পরিবর্তন | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু পরিবর্তন | চ্যানেল আই অনলাইন

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মেয়েদের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে পুলিশের ছাড়পত্র পায়নি কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। তাতে আসরে ভেন্যুটিতে গড়াতে চলা ম্যাচগুলো সরিয়ে নেয়া হচ্ছে। যেখানে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের মেয়েদের।

শুক্রবার বিবৃতি দিয়ে বিশ্বকাপের ভেন্যু বদলের কথা জানায় আইসিসি। নতুন ভেন্যু হিসেবে ম্যাচগুলো গড়াবে নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে। অবশ্য ম্যাচগুলোর সূচিতে কোনো পরিবর্তন আসেনি।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে গড়াতে চলা টুর্নামেন্টের ম্যাচগুলো হবে ভারতের চারটি ভেন্যু এবং শ্রীলঙ্কার একটি ভেন্যুতে। শুরুতে ভারতের বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম, গৌহাটির এসিএ স্টেডিয়াম, ইন্দোরের হলকার স্টেডিয়াম ও বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামে গড়ানোর কথা ছিল। আর শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে হবে পাকিস্তানের ম্যাচগুলো। বেঙ্গালুরুর পরিবর্তে নতুন ভেন্যু হিসেবে যুক্ত হয়েছে নাভি মুম্বাইয়ের নাম।

মূলত রয়্যাল চালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল শিরোপা জয়ের পর চিন্নাস্বামীতে উদযাপনের সময় পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু ঘটে। এই কারণে বিশ্বকাপের ম্যাচ আয়োজনে পুলিশের ছাড়পত্র পায়নি ভেন্যুটি।

লিগপর্বে আগামী ২৬ অক্টোবর ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে খেলার কথা ছিল বাংলাদেশের। এখন সেটি হবে নাভি মুম্বাইয়ে। পাশাপাশি বাংলাদেশের আরও দুটি ম্যাচের ভেন্যুতে পরিবর্তন এসেছে। শ্রীলঙ্কায় বাংলাদেশের দুটি ম্যাচ হওয়ার কথা থাকলেও, এখন সেখানে একটি ম্যাচ খেলবে টিম টাইগার্স। ২০ অক্টোবর কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি এখন খেলবে নাভি মুম্বাইয়ে। এছাড়া ১০ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বিশাখাপত্তম থেকে সরিয়ে নেয়া হয়েছে গৌহাটিতে।

আগামী ২ অক্টোবর কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। ৭ অক্টোবর গৌহাটিতে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। পরের তিনটি ম্যাচ বাঘিনীরা খেলবে ভিশাখাপত্তমে। ১০ অক্টোবর নিউজিল্যান্ড, ১৩ অক্টোবর সাউথ আফ্রিকা এবং ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল।

৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে স্বাগতিক ভারতের ম্যাচ দিয়ে গড়াত এবারের আসর। উদ্বোধনী ম্যাচ ছাড়াও ৩ অক্টোবর ইংল্যান্ড-সাউথ আফ্রিকা, ২৬ অক্টোবর বাংলাদেশ-ভারত ও ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল (পাকিস্তান সেমিফাইনালে না উঠলে) হওয়ার কথা ছিল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। ভেন্যু বদলে উদ্বোধনী ও ইংল্যান্ড-সাউথ আফ্রিকা ম্যাচ গড়াবে এখন গৌহাটিতে। আর ১১ অক্টোবর শ্রীলঙ্কা ও ইংল্যান্ড ম্যাচ গৌহাটিতে হওয়ার কথা থাকলেও তা গড়াবে কলম্বোতে।

নাভি মুম্বাইতে গ্রুপপর্বের দুটি ম্যাচ গড়াবে, ২৩ অক্টোবর ভারত-নিউজিল্যান্ড এবং ২৬ অক্টোবর ভারত-বাংলাদেশ। আর পাকিস্তান কোয়ালিফাই না করলে ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল ও ২ নভেম্বর ফাইনাল গড়াবে ভেন্যুটিতে।

Scroll to Top