শ্রীধরন শ্রীরাম আসন্ন আইসিসি বিশ্বকাপ আসরের জন্য বাংলাদেশ জাতীয় দলের টেকনিক্যাল (প্রযুক্তিগত) পরামর্শক হিসেবে নিযুক্ত হয়েছেন। বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রার শুরু থেকেই গৌহাটিতে স্কোয়াডের সাথে যোগ দেবেন তিনি। অধিনায়ক, টিম ডিরেক্টর ও অন্যান্য কোচদের একসাথে করে দারুণ কিছু উপহার দেওয়াই তার লক্ষ্য থাকবে।
আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানায়, ভারতের প্রাক্তন অলরাউন্ডার শ্রীধরন শ্রীরামকে ভারতে ২০২৩ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের কারিগরি পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ দল ২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর যথাক্রমে শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দুটি অনুশীলন ম্যাচের জন্য গৌহাটিতে যাবে। এরপর ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলতে ধর্মশালায় যাবে।
শ্রীরাম এর আগে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের কারিগরি পরামর্শক হিসেবে কাজ করেছেন।
তিনি ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ ছিলেন। এর আগে তিন বছর শ্রীরাম ক্রিকেট অস্ট্রেলিয়ার পরামর্শক কোচ ছিলেন। অভিজ্ঞতা আছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কোচ হয়ে কাজ করার।
শ্রীরামের খেলোয়াড়ি জীবন খুব একটা লম্বা না। ২০০০ সালে অভিষেকের পর খেলেছেন ৮ টি ওয়ানডে। তামিল নাড়ুর হয়ে রঞ্জি ট্রফিতে এক মৌসুমে হাজার রান করার রেকর্ডও আছে তার। ভারতের পক্ষে ২০০০ থেকে ২০০৪ অব্দি ৮ টি ওয়ানডে খেলেছেন শ্রীরাম। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ তার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে আছে।
এই ৮ ম্যাচে ৮১ রান করা শ্রীরাম উইকেট নেন ৯ টি। চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ৪৩ রানে ৩ উইকেট তার সেরা বোলিং ফিগার। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে মন দেন শ্রীরাম। কোচ হিসেবে ক্যারিয়ারটা সমৃদ্ধ।