বিশ্বকাপের আর বাকি কেবল ১ মাস। আজ ছিল প্রাথমিক দল ঘোষণার শেষ দিন। তবে দল এখনও চূড়ান্ত না করতে পারলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে বিশ্বকাপে সাকিবদের সাথে টিম ডিরেক্টর হিসেবে থাকবেন পরিচিত মুখ খালেদ মাহমুদ সুজন।
আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিসিবি মারফত ক্রিকেট৯৭ নিশ্চিত হয়েছে, ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেলেন প্রাক্তন ক্রিকেটার ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।
বাংলাদেশ দল এখন ব্যস্ত এশিয়া কাপ আসরে। দেশে ফিরেই নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ। এরপর বিশ্বকাপ মাতাতে যাবে ভারতে।
ফের টিম ডিরেক্টর পদে অভিজ্ঞ খালেদ মাহমুদ সুজনকে ফেরালো বিসিবি। বাংলাদেশের হয়ে ১২ টেস্ট ৭৭ ওয়ানডে খেলা সুজনেই আস্থা রাখল।
সুজন আগেও বলছেন সাকিবের সাথে কাজ করা সবসময়ই সহজ, দুজনের রসায়নও খুব ভালো।
সাকিব ও সুজন চার মৌসুম একসাথে ঢাকা ডায়নামাইটসে কাজ করছেন। যেখানে ২০১৬ সালের আসরে শিরোপাও জেতে দলটি। এরপর সাকিব-সুজন জুটি আবার একসাথ হয় ফরচুন বরিশালে।