Last Updated:
জেলার মধ্যে এত ঝাঁ চকচকে এবং অত্যাধুনিক অডিটোরিয়াম। প্রতিটি চেয়ার যেন সিনেমা হলের মত, বিশাল স্টেজ শুধু নয়, রয়েছে দ্বিতলে বসার জায়গা।

বেলদা অডিটোরিয়াম
পশ্চিম মেদিনীপুর: সরকারি অডিটরিয়াম। রাজ্য সরকারের উদ্যোগে এবং স্থানীয় বিধায়কের তৎপরতায় বাম আমলে শুরু হওয়া অডিটোরিয়াম সম্পন্ন হয়েছে চলতি বছর। তবে অডিটোরিয়াম ঘুরে দেখলে খানিক অবাক হতে হয়। কারণ জেলার মধ্যে এত ঝাঁ চকচকে এবং অত্যাধুনিক অডিটোরিয়াম বোধ হয় আর নেই। প্রতিটি চেয়ার যেন সিনেমা হলের মত, বিশাল স্টেজ শুধু নয়, রয়েছে দ্বিতলে বসার জায়গাও। একদিকে যেমন সাধারণ মানুষের দাবি পূরণ হয়েছে, তেমনই সাংস্কৃতিক নানা চর্চার এক অন্যতম প্রাণকেন্দ্র হবে এই অডিটরিয়াম, এমনই মনে করছেন ওয়াকিবহাল মহল। বিশাল আয়তন জায়গা জুড়ে এই অডিটোরিয়াম জেলার নজর কেড়েছে।
পশ্চিম মেদিনীপুরের এক পরিচিত শহর বেলদা। নারায়ণগড় ব্লকের অধীন এই শহরে অডিটোরিয়াম তৈরি দীর্ঘদিনের দাবি। সেই মত বাম আমলে কাজ শুরু হয়। তবে দীর্ঘদিনের দাবি কোনও মতেই মিটছিল না। তবে সংস্কৃতিমনস্ক বিধায়ক সূর্যকান্ত অট্ট নির্বাচিত হওয়ার পর, প্রথমেই তদবির করেন এই অডিটোরিয়ামের কাজ সম্পূর্ণ করার। তবে চলতি বছরই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে অডিটোরিয়ামটি। যেখানে রয়েছে প্রায় ১০০০ জনের বসার জায়গা। শুধু তাই নয় প্রতিটি চেয়ার অত্যাধুনিক এবং আরামদায়ক। এছাড়াও গোটা অডিটোরিয়াম জুড়ে রয়েছে সাউন্ড সিস্টেম এবং নানা আধুনিক পরিষেবা।
লম্বা চওড়া এবং এতজন বসার জায়গা সম্বলিত অডিটোরিয়াম চালু হয়েছে। স্বাভাবিকভাবে বেশ খুশি সকলে। যদিও এই অডিটরিয়ামটি পরিচালনা করবে নারায়ণগড় পঞ্চায়েত সমিতি। প্রয়োজনে যে কেউ ভাড়া নিয়ে ব্যবহার করতে পারবে অডিটোরিয়ামটি। স্বাভাবিকভাবে সংস্কৃতি চর্চা এবং সাংস্কৃতিক নানা অনুষ্ঠান বেশ স্বাচ্ছন্দে করা যাবে এখানে।
রঞ্জন চন্দ
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 31, 2025 3:47 PM IST