বিরোধিতা কমেনি, আয়েনের আসনে এবারও মনোনয়ন চাইবেন আসাদুজ্জামান

বিরোধিতা কমেনি, আয়েনের আসনে এবারও মনোনয়ন চাইবেন আসাদুজ্জামান

এ খবর শুনে পরের দিনই পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসিন আলী কাটাখালীতে গিয়ে যেসব নেতা আসাদুজ্জামানের সঙ্গে বৈঠক করেছিলেন, তাঁদের সঙ্গে বসেন। তিনি হুঁশিয়ারি দিয়ে আসেন, আগামী ২১ জুনের রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের আগে অন্য কোনো নেতার হয়ে কর্মসূচি পালন করা যাবে না। জানতে চাইলে ইয়াসিন আলী এই হুঁশিয়ারি দিয়ে আসার কথা স্বীকার করেন। তবে তিনি এভাবে কমিটি বিলুপ্ত ঘোষণা করার সঙ্গে একমত পোষণ করেননি।

নিয়মবহির্ভূতভাবে কমিটি ভাঙার বিরুদ্ধে গতকাল দুপুরে রাজশাহী নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেছেন বিলুপ্ত কমিটিগুলোর নেতারা। এতে বক্তব্য দেন কাটাখালী পৌরসভার (বিলুপ্ত) ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এক নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, দুই নম্বর ওয়ার্ডের সভাপতি সাদেক আলী, তিন নম্বর ওয়ার্ডের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক রইদুল ইসলাম, পাঁচ নম্বর ওয়ার্ডের সভাপতি দিলবর আলীসহ ১৩ জন নেতা। আনুষ্ঠানিক বক্তব্যে মানিক বলেন, তাঁরা আসাদুজ্জামানের সঙ্গে বৈঠক করার কারণেই আয়েন উদ্দিনের নির্দেশে নিয়মবহির্ভূতভাবে তাঁদের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

Scroll to Top