বিয়ের পিঁড়িতে বসলেন যুক্তরাষ্ট্র প্রবাসী মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। পাত্রের নাম কুইন্টিন টিমোথি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছেন পিয়া বিপাশা নিজেই।
জানা যায়, পিয়ার বর কুইন্টিন টিমোথি একজন মার্কিন নাগরিক। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে বসবাস করেন তিনি।
ইনস্টাগ্রামে ছোট্ট একটি ভিডিওতে প্রাক-বিবাহ অনুষ্ঠানের কিছু মুহূর্ত শেয়ার করেছেন পিয়া। যেখানে তাকে দেখা যায় সাদা গাউন পরিহিত, হাতে একগুচ্ছ সাদা ফুল। অন্যদিকে, বরের সাজে রয়েছে হালকা বাদামী রঙের ব্লেজার।
ক্যাপশনে পিয়া লিখেছেন, ‘চিরকালের প্রতিশ্রুতির দিন।’ একই পোস্টে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে তিনি জানান, গত ২০ জুন তারা বিয়ে করেছেন।
তবে পাত্র সম্পর্কে এখনও বিস্তারিত সামনে আনেননি পিয়া। এটি তার দ্বিতীয় বিয়ে। এর আগে খুব অল্প বয়সে প্রথম বিয়ে করেছিলেন তিনি। সেই সংসারে সোহা নামের একটি কন্যাসন্তান রয়েছে। যদিও প্রথম সংসার টেকেনি।
উল্লেখ্য, মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা হঠাৎ করেই পাঁচ বছর আগে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। বর্তমানে সেখানেই থিতু হয়েছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের প্রচারণায় দেখা যায় তাকে। নিউইয়র্কে একমাত্র মেয়েকে নিয়ে শুরু করেছিলেন নতুন জীবন। সেখানে গিয়েই পরিচয় ও প্রেম হয় এক মার্কিন নাগরিকের সঙ্গে, পরে বিয়েও করেন।
২০১৩ সালে তাহসান খানের বিপরীতে ‘দ্বিতীয় মাত্রা’ নাটকে অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক ঘটে তার। চলচ্চিত্রেও নাম লেখান পিয়া, অভিনয় করেন ‘রুদ্র: দ্য গ্যাংস্টার’ সিনেমাতে। পরে শাকিব খানের বিপরীতে ‘রাজনীতি’ সিনেমায় কাজ করার কথা থাকলেও শেষ পর্যন্ত সে সুযোগ চলে যায় অপু বিশ্বাসের কাছে। এই নতুন জীবনে পিয়াকে শুভকামনা জানিয়েছেন তার ভক্ত ও সহকর্মীরা।