বিয়ে ও তালাক নিবন্ধন এখন অনলাইনে – DesheBideshe

বিয়ে ও তালাক নিবন্ধন এখন অনলাইনে – DesheBideshe



বিয়ে ও তালাক নিবন্ধন এখন অনলাইনে – DesheBideshe

ঢাকা, ০৯ এপ্রিল – অনলাইনেও বিয়ে ও তালাক নিবন্ধন করা যাবে। এজন্য ‘মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯’ এর সংশোধন করেছে সরকার। এর মাধ্যমে বর্তমানে প্রচলিত পদ্ধতির পাশাপাশি অনলাইনেও বিয়ে ও তালাক নিবন্ধন করা যাবে।

বিধিমালা সংশোধন করে সম্প্রতি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অনলাইন পদ্ধতিতে বিয়ে ও তালাক নিবন্ধন করার বিষয়ে আইনি জটিলতা দূর করতে সংশোধনী আনা হয়েছে। অনলাইন পদ্ধতি চালু করতে এখন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সংশোধিত বিধিমালয় বলা হয়েছে, নিকাহ ও তালাক নিবন্ধন ম্যানুয়ালি বা অনলাইন পদ্ধতিতে সম্পাদন করা যাবে।

এতে বলা হয়, অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমে বা সরকার থেকে নির্ধারিত পদ্ধতিতে ফি পরিশোধ করা যাবে।

অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে ফরম ‘ঘ’ তে যেসব ব্যক্তির স্বাক্ষর প্রয়োজন তারা সরকার থেকে নির্ধারিত পদ্ধতিতে ডিজিটাল মাধ্যমে বা সরাসরি স্বাক্ষর এবং নিরক্ষর ব্যক্তির ক্ষেত্রে টিপসই দেবেন বলেও বিধিমালায় উল্লেখ করা হয়েছে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৯ এপ্রিল ২০২৫



Scroll to Top