বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের একটি গোপন তথ্য প্রকাশ করে আবারও আলোচনায় উঠে এসেছেন। সাহসিকতার সঙ্গে তিনি জানান, বিয়ের আগেই তিনি গর্ভবতী হয়ে পড়েছিলেন। এই খবর জানাজানি হওয়ার পর দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছিল তাকে ও তার পরিবারকে।
সেনা পরিবারে জন্ম নেওয়া নেহা ২০০২ সালে ‘মিস ইন্ডিয়া’ খেতাব জিতে বলিউডে পা রাখেন। ক্যারিয়ারে শুরুর দিকে বেশ কিছু ছবিতে অভিনয় করলেও প্রত্যাশিত সাফল্য মেলেনি। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা কথা বলতে দ্বিধা করেননি তিনি।
সাক্ষাৎকারে নেহা বলেন, “আমাদের বিয়ে ছিল একটি অ-রৈখিক বিবাহ। আমি বিয়ের আগেই গর্ভবতী হয়ে পড়ি। তখনই গিয়ে বাবা-মাকে বিষয়টি জানাই।” তিনি আরও জানান, বাবা-মা খবর শুনে প্রথমে অবাক হলেও দ্রুত সিদ্ধান্ত নেন এবং বলেন, “তোমাদের কাছে ৭২ ঘণ্টা সময় আছে, এর মধ্যেই বিয়ে করতে হবে।”
এরপর ২০১৮ সালের ১০ মে গুরুদ্বারে অভিনেতা অঙ্গদ বেদির সঙ্গে ব্যক্তিগতভাবে বিয়ে করেন নেহা। একই বছরের নভেম্বরে জন্ম নেয় তাদের কন্যা সন্তান মেহার। এরপর ২০২১ সালে জন্ম হয় তাদের পুত্রসন্তান গুরিক।
অঙ্গদ বেদিও এক সাক্ষাৎকারে জানান, অনেক আগেই তিনি নেহাকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু অর্থনৈতিকভাবে তখন প্রস্তুত ছিলেন না। এমনকি নেহাকে ইমপ্রেস করতে লোন নিয়ে একটি গাড়িও কিনেছিলেন।
বর্তমানে দুই সন্তান ও স্বামীকে নিয়ে সুখেই সংসার করছেন নেহা ধুপিয়া। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই নিজেদের পারিবারিক মুহূর্ত ভাগ করে নেন তারা। ভক্তরাও এই জুটিকে ভালোবেসে আগলে রেখেছেন দীর্ঘদিন।