বিমান দুর্ঘটনায় আহতদের ৫০ লক্ষ টাকা সহায়তার ঘোষণা জামায়াতের | চ্যানেল আই অনলাইন

বিমান দুর্ঘটনায় আহতদের ৫০ লক্ষ টাকা সহায়তার ঘোষণা জামায়াতের | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করার ঘোষণা দেয়া হয়েছে।

সোমবার (২১ জুলাই) রাতে ফেসবুক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

তিনি বলেন, “এই হৃদয়বিদারক ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তার জন্য প্রাথমিকভাবে ৫০ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হবে ইনশাআল্লাহ। পাশাপাশি দেশের চিকিৎসক সমাজকে মানবতার ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।”

তিনি আরও বলেন, আল্লাহ তা’য়ালা আমাদেরকে মানবতার পাশে দাঁড়ানোর তাওফিক দিন এবং কবুল করুন। আমিন।

Scroll to Top