মুম্বাই, ২৯ অক্টোবর – গত ৯ অক্টোবর মুম্বাইয়ে প্রয়াত হন ভারতের বিশিষ্ট শিল্পপতি ও টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা। পুরো ভারতজুড়েই যিনি রেখে গেছেন বিপুল সংখ্যক অর্থ-সম্পদের সাম্রাজ্য। শুধু শিল্পমহলে নয়, সবার কাছেই প্রিয় রতন টাটা। কিন্তু এমন একজন ধনকুবেরেরকে ধার চেয়ে চলতে হয়েছিল! বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের কাছে নাকি টাকা ধার চেয়েছিলেন তিনি! সে কথাই সম্প্রতি জানালেন অমিতাভ।
‘কন বানেগা ক্রোড়পতি’র এক পর্বে অতিথি হয়ে এসেছিলেন ফারহা খান ও বোমন ইরানি। তাদের সঙ্গে কথা বলতে গিয়েই অমিতাভ জানান, একবার লন্ডনে যাচ্ছিলেন তিনি। ঘটনাচক্রে তার সঙ্গে একই বিমানে রতন টাটাও লন্ডনে যাচ্ছিলেন। হিথরো বিমানবন্দরে পৌঁছানোর পর টাটা দেখেন, তাকে যে গাড়ি নিতে আসার কথা ছিল তা আসেনি।
ব্যাপার কী? তা জানতে ফোন করার প্রয়োজন ছিল। কিন্তু ফোন করার মতো অর্থ তখন টাটা সাম্রাজ্যের অধিপতির কাছে ছিল না। তখনই তিনি ফোন করার জন্য অমিতাভের কাছে কিছু অর্থ চান। বিষয়টি জানাতে গিয়ে ফারহা-বোমনকে অমিতাভ বলেন, ‘আমি ভাবতেই পারিনি উনি এটা বলবেন।’ অমিতাভ আরও বলেন, ‘রতন টাটার মতো মানুষ সচারচর হয় না। সত্যিই তিনি একজন জেন্টলম্যান ছিলেন। কী সাধারণ জীবনযাপন করতেন।’
তবে অনেক আগে থেকেই বলিউড ও শাহেনশা অমিতাভের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন রতন টাটা। অমিতাভ বচ্চনের ছবি ‘অ্যায়তবার’ এ প্রযোজক হিসেবে বলিউডে পা রাখেন টাটা। কিন্তু তার কপাল এমনভাবেই পোড়ে যে, পরবর্তীতে বলিউড থেকে মুখ সরিয়ে নিতে বাধ্য হন তিনি।
এদিকে রতন টাটার মৃত্যুতে নিঃসন্দেহে ভারতে গভীর শূন্যতা তৈরি হয়। দেশটির শোবিজ অঙ্গনসহ সর্বমহলে বয়ে যায় শোকের ঢেউ। সালমান খান, আনুশকা, প্রিয়াঙ্কা চোপড়াসহ অসংখ্য তারকারা তার মৃত্যুতে শোক প্রকাশ করেন।
আইএ/ ২৯ অক্টোবর ২০২৪