বিপিএল ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ে ব্যক্তি সাকিবকে এক পাশে রাখতে হয়েছে

বিপিএল ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ে ব্যক্তি সাকিবকে এক পাশে রাখতে হয়েছে
বিপিএল ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ে ব্যক্তি সাকিবকে এক পাশে রাখতে হয়েছে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী তিন আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। দল পেতে আগ্রহী প্রতিষ্ঠানগুলো থেকে ৭ টি বেছে নেয় তারা। যেখানে সাকিব আল হাসানের মালিকানাধীন মোনার্ক লেদার দল গড়তে চাইলেও তাদের বিবেচনায় নেওয়া হয়নি। সে ক্ষেত্রে অবশ্য বাজারে তাদের দুর্নামই বড় কারণ ছিল।

ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্টের অঙ্গ প্রতিষ্ঠান মোনার্ক লেদার। বিভিন্ন খেলাধুলায় ফ্র্যাঞ্চাইজি হয়ে নিজেদের বিস্তার করতে চাইছে তারা। দিন কয়েক আগে ফ্র্যাঞ্চাইজি হকি লিগেও দল কিনেছে। বিপিএলে দল গড়তে চেয়েছিল মোনার্ক পদ্মা নামে।

তবে সার্বিক পরিস্থিতি আমলে নিয়ে ‘না’ বলতে হয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যক্তি সাকিবকে এক পাশেই রাখতে হয়েছে। সম্প্রতি শেয়ার বাজার কেলেঙ্কারি সহ বেশ কিছু কারণে বিতর্কিত প্রতিষ্ঠানটি।

‘ক্রিকেট৯৭’ কে বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান শেখ সোহেল বলেন, ‘আসলে এখানে ব্যক্তি সাকিব তো মুখ্য নয়। তাকে দল দিতে হলে কিছুটা জটিলতা তৈরি হত। বিতর্কিত কিছু ইস্যু রয়েছে, আমরা নানা মাধ্যমে এসব খোঁজ খবর নিয়েই নিজেদের সিদ্ধান্ত নিয়েছি। এ ক্ষেত্রে কিছু নির্দিষ্ট প্রতিবেদন ছাড়াও সংবাদ মাধ্যমে উঠে আসা প্রতিবেদনও আমলে নেওয়া হয়েছে। আমরা সন্তুষ্ট হতে পারিনি।’

মোনার্ক লেদার ছাড়াও ফ্র্যাঞ্চাইজি পায়নি আবেদন করা আরও দুইটি প্রতিষ্ঠান।

এদিকে জানা গেছে অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে আসন্ন বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। আগামীকাল (২৬ সেপ্টেম্বর) নিজেদের মধ্যে বৈঠক শেষে পরবর্তী কার্যক্রম নিয়ে দুপুরে সংবাদ সম্মেলন করার কথা বিপিএল গভর্নিং কাউন্সিলের।

Scroll to Top