এই খবরটি পডকাস্টে শুনুনঃ
৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল। আসতে শুরু করেছেন বিদেশী ক্রিকেটার ও আসরের সঙ্গে যুক্তরা। এমন সময় নিজেকে সরিয়ে নিলেন আফগানিস্তানের এএম গাজানফার। জাতীয় দলের ব্যস্ততার কারণে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন না তারকা স্পিনার।
রংপুর রাইডার্স অফিসিয়াল ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দিয়ে সাদা পোশাকে অভিষেক হবে আফগান স্পিনারের।
জানুয়ারির শুরুতে পর্দা উঠতে চলা ইন্টারন্যাশনাল লিগ টি-টুয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলবেন গাজানফার। আইএলটি-টুয়েন্টিতে খেলতে নামার আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসার কথা ছিল ১৮ বর্ষীর।
২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছিলেন রশিদ খান। প্রায় বছর চারেক পর সেই জিম্বাবুয়ের বিপক্ষেই সাদা পোশাকের ক্রিকেটে ফেরার কথা ছিল তারকা লেগ স্পিনারের। স্কোয়াডে থাকলেও প্রথম টেস্টের আগে নিজেকে সরিয়ে নেন তিনি। বদলি হিসেবে টেস্ট দলে সুযোগ পেয়েছেন গাজানফার।