বিপিএলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছোঁয়া – DesheBideshe

বিপিএলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছোঁয়া – DesheBideshe

বিপিএলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছোঁয়া – DesheBideshe

ঢাকা, ১৩ অক্টোবর – সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৭ ডিসেম্বর শুরু হবে বিপিএলের ১১তম আসর। তার আগে আগামীকাল রাজধানীর একটি হোটেলে হবে প্লেয়ার্স ড্রাফট। মালিকানা ও ফ্র্যাঞ্চাইজিতে বেশ কিছু পরিবর্তন এলেও গতবারের মতো এবারও খেলবে ৭টি দল। ড্রাফটের আগে অনেক ক্রিকেটারকেই সরাসরি চুক্তি করে দলে নিচ্ছে ক্লাবগুলো।

সব তৎপরতা ঠিকঠাক চললেও বিপিএল নিয়ে বড় চিন্তা জনসম্পৃক্ততা। ১০টি আসর পার করলেও এখনো মানের দিক দিয়ে উন্নতি করতে পারেনি প্রতিযোগিতাটি। নানা বিতর্ক ও সমালোচনা আসে প্রতিযোগিতাটিকে ঘিরে। এবার তাই জাকজমকপূর্ণ একটি টুর্নামেন্ট খুব করে আয়োজন করতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক্ষেত্রে এগিয়ে এসেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও। পরিকল্পনা নেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসেরও।

বিপিএল শুরুর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শনে যান আসিফ মাহমুদ। সেখানে বিসিবি সভাপতি ফারুক আহমেদসহ কয়েকজন কর্মকর্তার সঙ্গে সভা করেছেন ক্রীড়া উপদেষ্টা।

বিপিএলে জনসাধারণের সম্পৃক্ততা কীভাবে আরও বাড়ানো যায় সেসব নিয়ে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘পরিবর্তিত সময়ের পরিপ্রেক্ষিতে বিপিএলকে কীভাবে মানুষের সঙ্গে আরও সম্পৃক্ত করা যায়, সেটাই আমরা চেষ্টা করছি।’

বিপিএল নিয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকেও পরামর্শ নেওয়া হয়েছে বলে জানালেন তিনি, ‘বিপিএলকে একটি ভালো টুর্নামেন্ট হিসেবে উপস্থাপন করতে চাই। বিসিবি অবশ্যই বড় ভূমিকাটা রাখবে। আমার মনে হয়েছে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেহেতু অলিম্পিকের মতো ইভেন্টের ডিজাইনে সাহায্য করতেন, তিনি সর্বশেষ অলিম্পিকেও বড় একটা ভূমিকা রেখেছেন, বিপিএলের মতো টুর্নামেন্টে আমরা যদি তার সেই অভিজ্ঞতা ব্যবহার না করি, সেটা দুর্ভাগ্যজনক হবে।’

এরই মধ্যে বিপিএল নিয়ে জনসম্পৃক্ততা বাড়ানোর এবং নতুনত্ব আনার কিছু ধারণা দেন প্রধান উপদেষ্টা। আসিফ মাহমুদ বলেন, ‘বিপিএলকে কীভাবে আন্তর্জাতিকভাবে আরও স্বীকৃত করা যায় এবং কী কী নতুনত্ব যুক্ত করা যায়, তা থেকে বিসিবি আজ একটা প্রেজেন্টেশন দিয়েছে। স্যারও আরও বিস্তারিত পরিকল্পনা দিয়েছেন। দিন দুয়েকের মধ্যে আমরা আবারও বসব। আমরা এবারের বিপিএলটাকে নতুন করে সাজাতে চাই এবং আমাদের ঘরোয়া ক্রিকেটে এবারের বিপিএল যাতে নতুন উদ্দীপনা নিয়ে আসে সেটা চাই।’

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৩ অক্টোবর ২০২৪

Scroll to Top