বিপিএলে প্রতিদিন বাইক জেতার সুযোগ, যা করতে হবে দর্শকদের | চ্যানেল আই অনলাইন

বিপিএলে প্রতিদিন বাইক জেতার সুযোগ, যা করতে হবে দর্শকদের | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। পর্দা উঠবে বিপিএল ১১তম আসরের। এবার দর্শকদের জন্য ভিন্ন কিছু থাকবে এমন আভাস ছিল। রাজনৈতিক পরিবর্তনের পর হাওয়া বদলের ঢেউ ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নিয়ে বিপিএলের পরিকল্পনায় ভিন্নতার কথা জানিয়েছিলেন। সেই ভিন্ন কিছুর মাঝে বিনামূল্যে পানির বুথ করার কথা বলা হয়েছিল। সঙ্গে দর্শকদের জন্য বড় চমক নিয়ে হাজির হয়েছে বিসিবি।

এবারের আসরে প্রতিটি ম্যাচ ডেতে একটি করে ই-বাইক জেতার সুযোগ থাকছে মাঠে আসা দর্শকদের। বাংলাদেশ ক্রিকেটের অফিসিয়াল ফেসবুক পেজের এক ঘোষণায় বিষয়টি জানানো হয়েছে। সেজন্য দর্শকদের দ্বিতীয় ম্যাচ শুরুর আগেই মাঠে প্রবেশ করতে হবে।

লিগপর্বের প্রতিটি ম্যাচ ডেতে সুযোগ থাকছে একজন করে দর্শকের রেভো ই-বাইক জেতার। দিনের দ্বিতীয় খেলা শুরুর আগে র‍্যাফেল ড্রর মাধ্যমে বেছে নেয়া হবে বিজয়ীকে।

প্লে-অফে বাড়বে পুরস্কার বিজয়ীর সংখ্যা। প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচের দিনে দুজনকে দেয়া হবে রেভো ই-বাইক। একই ব্যবস্থা থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ারেও। ফাইনালের দিনে ৩ জনকে র‍্যাফেল ড্রর মাধ্যমে ই-বাইক দেয়ার ঘোষণা দিয়েছে বিসিবি।

GOVT

Shoroter Joba

Scroll to Top