
গত মৌসুমে ছিলেন সিলেটের জার্সি গায়ে। এবার তাওহীদ হৃদয়’কে দেখা যাবে ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ- এর (বিপিএল) নতুন আসরে কুমিল্লার হয়ে নাম লিখিয়েছেন এই বাংলাদেশি ক্রিকেটার।
তাওহীদ হৃদয়, বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের বেশ আলোচিত নাম। জাতীয় দলের হয়ে নিয়মিত সুযোগ পাচ্ছেন, নিজেকে প্রমাণও করে যাচ্ছেন। বিপিএল- এর আসন্ন আসরে তাই হৃদয়ের দিকে নজর ছিল বড় দলগুলোর। এর আগের আসর সিলেট স্টাইকার্সের হয়ে খেলেছেন এই ক্রিকেটার।
কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে নতুন মৌসুমে দেখা যাবে হৃদয়কে। এই খবর আরও আগেই বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছিল। তবে আজ কুমিল্লা ভিক্টোরিয়ানস, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে হৃদয়’কে দলে অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। উল্লেখ্য যে, কুমিল্লা বিপিএলে চার মৌসুমের চ্যাম্পিয়ন দল।
এর আগের আসরে সিলেট স্টাইকার্সের হয়ে ৪০৩ রান সংগ্রহ করেছেন হৃদয়। ১৩ ম্যাচ খেলে ৩৬.৪৬ গড় এবং ১৪০.৪২ স্ট্রাইক রেটে তিনি এই রান করেছেন। তাঁর ঝুলিতে ছিল ৫ টি অর্ধশতক। টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান-সংগ্রাহক ছিলেন এই ব্যাটার।