ডেভ হোয়াটমোরের সাথে বাংলাদেশের সম্পর্কটা পুরোনো। বাংলাদেশের কোচ হিসেবে এসে দলকে অনেকটা বদলে দিয়েছিলেন তিনি। ক্রিকেটারদের সাথেও তৈরি হয়েছিল বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই কোচ এবার আসছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। ফরচুন বরিশাল দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন তিনি। জানা গেছে, ফ্র্যাঞ্চাইজিটি’র সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রাপ্ত খবরে।
এর আগেও বিপিএলে এসেছিলেন হোয়াটমোর। সেবারও দলটি ছিল বরিশাল। তবে নাম ছিল বরিশাল বুলস, ২০১৭ সালের কথা। সেই সম্পর্ক ধরেই হয়তো আসন্ন বিপিএলেও তাঁকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
বাংলাদেশ দলের কোচ হিসেবে হোয়াটমোর এসেছিলেন ২০০৩ সালে। তাঁর অধীনে চার বছর ছিল বাংলাদেশ। সময়টা বেশ ভালোই গিয়েছিল বাংলাদেশের জন্য। তখনকার দলটিকে যতটা গোছানো যায়, হোয়াটমোর তা করেছিলেন। ২০০৭ বিশ্বকাপে সুপার এইট খেলেছিল বাংলাদেশ দল, তা হোয়াটমোরের অধীনেই।
এছাড়াও শ্রীলঙ্কার বিশ্বকাপ-জয়ী দলের কোচ ছিলেন হোয়াটমোর। দায়িত্ব পালন করেছেন, পাকিস্তান, জিম্বাবুয়ে, নেপাল ও সিঙ্গাপুরের ক্রিকেট দলের সাথেও। বিপুল অভিজ্ঞতা-সম্পন্ন এই কোচ ২০২৪ বিপিএলে দায়িত্ব পালন করবেন ফরচুন বরিশালের হয়ে।