বিপিএলের ফিক্সিং ইস্যুতে যা বললেন বিসিবি সভাপতি – DesheBideshe

বিপিএলের ফিক্সিং ইস্যুতে যা বললেন বিসিবি সভাপতি – DesheBideshe

বিপিএলের ফিক্সিং ইস্যুতে যা বললেন বিসিবি সভাপতি – DesheBideshe

ঢাকা, ১৯ আগস্ট – বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আরেকটি নতুন আসর আসন্ন। তবুও গত আসর এখনও আলোচনার কেন্দ্রে রয়েছে। বিশেষ করে গেল কয়েকদিন ধরে আলোচনার শীর্ষে বিপিএলের ফিক্সিং ইস্যু। সেই বিষয় নিয়ে আজ (মঙ্গলবার) গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত কোনও প্রতিবেদন হাতে পাননি।

বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের কাছে এখনও পর্যন্ত কোনও প্রতিবেদন আসেনি। প্রতিবেদন আসার কথা রয়েছে সামনের সপ্তাহে। আসার পর আমরা সিদ্ধান্ত নেব। আমাদের ছেলে-মেয়েরা যারা ক্রিকেট খেলে, সেই খেলাটাকে রক্ষা করার জন্য আমরা অ্যালেক্স মার্শালকে নিয়ে শতভাগ শৃঙ্খলা রক্ষার চেষ্টা করব।’

দুর্নীতি বিষয়ে ক্রিকেটারদের শেখানোর কথা জানিয়ে বুলবুল বলেন, ‘সেটা আমাদের প্রধান লক্ষ্য। চার্টারে ক্রিকেট ইনটিগ্রেটি এডুকেশন রাখা হয়েছে, সারাদেশে যারা ক্রিকেট খেলে এবং খেলার সঙ্গে যারা যুক্ত থাকেন, তাদের এডুকেশনের জন্য এটা করা হয়েছে। তারা তখন জানতে পারবেন বাংলাদেশের আইন, ইসলামিক আইন, ধর্মীয় আইন ও মূল্যবোধ সম্পর্কে। সবমিলিয়ে আমরা চেষ্টা করব এই খেলাটাকে আরও কীভাবে সুন্দর করে রক্ষা করা যায়।’

পরে ঘরোয়া ক্রিকেট নিয়ে আলোচনা প্রসঙ্গে আমিনুল ইসলাম বুলবুল জানান, ‘আলোচনায় অনেক কিছুই এসেছে। আমরা জরিপের জন্য কিছু নির্দিষ্ট প্রশ্ন দিয়েছিলাম। সেগুলোর বাইরেও কথা হয়েছে। সিনিয়র খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেট নিয়ে বলেছে, ডিপিএল খেলতে তারা বিকেএসপিতে যায়, সমস্যার কথা বলেছে, আমরা সেগুলো শুনেছি এবং দায়িত্বরত পরিচালকরা উত্তরও দিয়েছেন। সবকিছু মিলিয়ে সকলেই খুব খুশি।’

সামনে নারী বিশ্বকাপ আসন্ন। বাংলাদেশ নারী দলের প্রস্তুতি নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের নারী ক্রিকেটাররা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে, তারা এই মুহূর্তে প্রশিক্ষণ করছে বিকেএসপিতে, তাদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ শুরু করেছি এবং খুব তাড়াতাড়ি বসব। এই মুহূর্তে তারা যে প্রস্তুতি নিচ্ছে সেটিকে ভালো প্রস্তুতি বলা যাবে না। আমরা কথা বলেছি ক্রিকেট অপারেশন্সের সঙ্গে কীভাবে আরও ভালো কিছু করা যায়।’

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৯ আগস্ট ২০২৫



Scroll to Top