বিপিএলের প্রাইজমানি বাড়ল ২ কোটি টাকা

বিপিএলের প্রাইজমানি বাড়ল ২ কোটি টাকা

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৮

বেড়েছে এবারের বিপিএলের প্রাইজমানি

বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন হয়ে ২ কোটি টাকা প্রাইজমানি পেয়েছিল ফরচুন বরিশাল। এবার আরও একটা শিরোপা জেতার দ্বারপ্রান্তে দলটি। আগামীকাল (শুক্রবার) বিপিএলের ফাইনালে তাদের প্রতিপক্ষ এক যুগ পর টুর্নামেন্টে ফেরা চিটাগং কিংস। আজ (বৃহস্পতিবার) ফাইনালের আগের দিন আনুষ্ঠানিক ঘোষণায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, দুই ফাইনালিস্টসহ প্লে অফ খেলা দলগুলোও পাচ্ছে প্রাইজমানি। সব মিলিয়ে প্রাইজমানি বেড়েছে এবার ২ কোটি ৩ লাখ টাকা

মোট অংকটা এতদিন প্রকাশ্যে না এলেও বিসিবি সূত্রে আগেই জানা যায় বাড়তে যাচ্ছে এবারের বিপিএলের প্রাইজমানি। এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়া দলের প্রাইজমানি বেড়েছে ৫০ লাখ টাকা। চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ ২ কোটি ৫০ লাখ টাকা, যা এতদিন ছিল ২ কোটি টাকা। রানার আপ দলের প্রাইজমানিও একই পরিমাণ বেড়েছে। গত আসরে ১ কোটি পেলেও এবার রানার আপ দলের জন্য বরাদ্দ হয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা।

এছাড়া প্রথমবারের মতো অর্থ পুরস্কার পাবে প্লে অফ খেলা টুর্নামেন্টের তৃতীয় ও চতুর্থ দল। দ্বিতীয় কোয়ালিফায়ারে যে দল হারবে তারা পাবে ৬০ লাখ টাকা। প্লে অফের এলিমিনেটরে হেরে বাদ পড়া দলের জন্য থাকছে ৪০ লাখ টাকা।

প্রথমবারের মতো টুর্নামেন্টের উদীয়মান ক্রিকেটারের পুরস্কারের ব্যবস্থাও করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ৩ লাখ টাকা অর্থ পুরস্কার বরাদ্দ হয়েছে এবারের মৌসুমের সেরা উদীয়মান ক্রিকেটারের জন্য। একই পরিমান প্রাইজমানি থাকছে আসরের সেরা ফিল্ডারের জন্য। ৫ কোটি টাকা করে পাবেন এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারীর জন্য। এই দুই পুরস্কারের দৌড়ে এগিয়ে আছেম নাঈম শেখ ও তাসকিন আহমেদ। যদিও ২০ উইকেট নেয়া খালেদ আহমেদের সামনেও সুযোগ আছে তাসকিনকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার।

সারাবাংলা/জেটি

প্রাইজমানি
বিপিএল ২০২৫
বিসিবি

Scroll to Top