বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিয়মিত খেলতে আসেন পাকিস্তান ক্রিকেটাররা। সবশেষ বিপিএলে দারুণ করে অলরাউন্ডার খুশদিল শাহ এখন পাকিস্তান দলের নিয়মিত মুখ। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে এসেছে পাকিস্তান। সফরকারী দলটির ১৬ সদস্যের দলের ৯ জনই খেলেছেন বিপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। চলতি সফরে তাই বিপিএল থেকে নেয়া অভিজ্ঞতা কাজে লাগাতে চায় পাকিস্তান।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। তার আগেরদিন সূচি অনুযায়ী পাকিস্তানের অনুশীলন করার কথা থাকলেও তা বাতিল করা হয়। তবে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেন পাকিস্তান অধিনায়ক সালমাল আলি আঘা।
বলেছেন, ‘আমাদের বেশিরভাগ খেলোয়াড়ই বিপিএলে খেলেছে। স্পষ্টতভাবেই তাদের কাছ থেকে ইনপুট এবং অভিজ্ঞতা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা তাদের মতামত দিয়েছে, এবং আমরা সেই অনুযায়ী পরিকল্পনা করেছি। তারা পাকিস্তানের জন্য খুব ভালো করেছেন,যেভাবে খেলা উচিত সেভাবেই খেলেছেন।’
পাকিস্তানের স্কোয়াডে অভিষেকের অপেক্ষায় আছেন দুজন। দুই পেসার সালমান মির্জা ও আহমেদ ড্যানিয়েল। তাদের নিয়েও বেশ আশাবাদী পাকিস্তান অধিনায়ক। বলেছেন, ‘আমাদের দলে দুজন আনক্যাপড, ওরা খুবই রোমাঞ্চকর, দুজনেই ফাস্ট বোলার, আর আমি ওদের দেখে খুবই রোমাঞ্চিত। ওরা খুব ভালো ফাস্ট বোলার, আর ওদের এখানে পেয়ে আমি খুশি এবং খুব, খুব আশাবাদী।’