Last Updated:
Money Fraud: ঘটনার তদন্তে বিধাননগর সাইবার থানার পুলিশ। কীভাবে চালানো হত এই প্রতারণা জানতে চান তদন্তকারীরা।

উত্তর ২৪ পরগনা: শেয়ার মার্কেটে বিনিয়োগের নামে এক কোটি একাত্তর লক্ষ টাকার সাইবার প্রতারণা। কিনারা করল বিধাননগর পুলিশ। গ্রেফতার অভিযুক্ত।
চলতি মাসের ১৭ তারিখ বিধাননগর সাইবার ক্রাইম থানায় ব্রিজেশ ঘোষ নামে এক ব্যক্তি অভিযোগ করেন বিদেশি কোম্পানিতে বিনিয়োগের নামে তাঁর থেকে এক কোটি ৭১ লক্ষ ৬২ হাজার ৫৬৯ টাকা জালিয়াতি করে শেখ মোহাম্মদ নামে এক ব্যক্তি। এরপর বিধাননগর সাইবার ক্রাইম থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৩১৯(২)/৩১৮(২)/৩১৬(২)/৬১(২)/১১১(৪)/১১১(6) ধারায় মামলা রুজু হয়।
Subha Dhali
Location :
Kolkata,West Bengal
First Published :
July 27, 2025 7:06 PM IST