জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামীরা বিদেশে পালিয়ে থাকলেও তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। নৌ পুলিশ দপ্তর পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা উষ্মা প্রকাশ করে বলেন, অযৌক্তিক আন্দোলন আবদার ধৈর্যের সীমা অতিক্রম করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কয়েকজন আসামির বিষয়ে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের অনুরোধ জানানো র কথা জানান পুলিশের মহাপরিদর্শক।