বিদেশের স্বার্থ নয়, দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে: তারেক রহমান | চ্যানেল আই অনলাইন

বিদেশের স্বার্থ নয়, দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে: তারেক রহমান | চ্যানেল আই অনলাইন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিদেশীদের স্বার্থ নয় দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। মে দিবসে রাজধানীতে শ্রমিক দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, এই সরকারের একটি অংশ নির্বাচন এবং সংষ্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরাতে চায়। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার অবৈধ না হলেও নির্বাচিত সরকারে বিকল্প নয়। দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার দাবি করেন তিনি। জনগণকে না জানিয়ে রাখাইনে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন তারেক রহমান।

Scroll to Top