বিদায়ী তামিমের শেষ বার্তা— তামিমিয়ান, সাকিবিয়ান, মাশরাফিয়ান নয় সবাই বাংলাদেশ

বিদায়ী তামিমের শেষ বার্তা— তামিমিয়ান, সাকিবিয়ান, মাশরাফিয়ান নয় সবাই বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৫ ০১:০১ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ০২:০৬

তামিম ইকবাল খান- আন্তর্জাতিক ক্রিকেটে এই অধ্যায়টা শেষ হয়েছে অনেক আগেই। অনেকদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন। গত মাসে জানিয়ে দিয়েছিলেন, আর কখনো ফিরবেন না আন্তর্জাতিক ক্রিকেটে। বিদায় নেওয়া তামিমকে আজ ‘বিদায়’ জানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একাদশ বিপিএলের ফাইনাল শেষে তামিমকে বিদায়ী সংর্ধ্বনা দিয়েছে বিসিবি।

আজকের দিনটাই তামিমময়। ফরচুন বরিশালকে নেতৃত্ব দিয়ে গত বছর শিরোপা জিতিয়েছিলেন। এবারও তামিমের নেতৃত্বে শিরোপা জিতল দলটি। ফাইনালে  দুর্দান্ত একটা ফিফটি করে আজ ফাইনাল সেরাও নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।

ফাইনাল শেষে বিসিবির বিদায়ী সংবর্ধনায় তামিম শেষ বার্তা হিসেবে তামিম অনুরোধের সুরে বলেছেন, তামিমিয়ান, সাকিবিয়ান, মাশরাফিয়ান বলে কিছু নেই। সবাই বাংলাদেশের সমর্থক। এটা (নির্দিষ্ট খেলোয়াড়ের ভক্ত হওয়া) বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করেছে। দয়া করে এটা থামান।

বাংলাদেশ ক্রিকেটে আলাদা ফ্যানবেজ স্বাভাবিক ঘটনা। সাকিব ভক্তদের সাকিবিয়ান, তামিম ভক্তদের তামিমিয়ান নামে ডাকা হয়। এক পক্ষ আবার অপর পক্ষের ঘোড় বিরোধী। এই বিভক্তি যে বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি করছে সেটাই তুলে ধরেছেন তামিম।

বলেছেন, ‘তামিমিয়ান, সাকিবিয়ান, মাশরাফিয়ান বলে কিছু নেই। সবাই বাংলাদেশের সমর্থক। এটা (নির্দিষ্ট খেলোয়াড়ের ভক্ত হওয়া) বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করেছে। দয়া করে এটা থামান। আমরা যে কারও সমর্থক হতে পারি, কিন্তু সবাই বাংলাদেশি। এটাই আমার শেষ বার্তা।’

বিদায়বেলায় তামিমকে নিয়ে স্মৃতিচারণ করেছে বিসিবি। বিপিএলের ফাইনাল শেষ হওয়ার পর তামিমকে নিয়ে স্মৃতিচারণ ফুটে উঠল স্টেডিয়ামের বড় পর্দায়। বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের দেখা গেল তামিমকে নিয়ে বার্তা দিতে। মুশফিকুর রহিম এসে সরাসরি ঘোষণা দিয়ে দিলেন, তার মতে তামিমই বাংলাদেশের ইতিহাস সেরা ব্যাটার।

মাঠে যখন এসব স্মৃতিচারণ চলছিল তামিম তখন দুই সন্তান আর স্ত্রী আয়েশা সিদ্দিকাকে নিয়ে ছলছল নয়নে সেসব দেখছিলেন। নিজের বক্তব্যে বলেছেন, ‘আমার বাবার ইচ্ছে ছিল, একদিন আমি দেশের হয়ে খেলব। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি আমাদের সঙ্গে নেই। তবে আমি বিশ্বাস করি, বাবা সবই দেখেছেন।’

সারাবাংলা/এসএইচএস

তামিম ইকবাল

Scroll to Top