বিজয়ের নতুন টুইট ভাইরাল! | বিনোদন

বিজয়ের নতুন টুইট ভাইরাল! | বিনোদন

<![CDATA[

দক্ষিণী সিনেমার তরুণ সেনসেশন বিজয় দেবারাকোন্ডা। তার হিট ছবি ‘অর্জুন রেড্ডি’র সফলতা নিয়ে যতটা না আলোচনায় এসেছিলেন, তার চেয়ে বেশি আলোচনায় নতুন ছবি ‘লাইগার’-এর মুখ থুবড়ে পড়া নিয়ে। বিজয়ের স্পোর্টস বেজড ড্রামা বলিউড ছবি ‘লাইগার’ বক্স অফিসে তেমন কোনো ব্যবসা করতে পারেনি। যে কারণে কিছুদিন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে উবে গিয়েছিলেন তিনি। তবে এবার ফিরে এসে ধামাকা দিয়েছেন ভক্তদের জন্য।

নিজের একটি একক ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরে এসেছেন বিজয় দেবারাকোন্ডা। যে ছবির ক্যাপশন দিয়েছেন ‘সিঙ্গেল প্লেয়ার’ অর্থাৎ ‘একক খেলোয়াড়’। ব্যস, এতেই ভাইরাল বিজয়ের টুইট।

আরও পড়ুন: প্রথমবার ছেলের জন্য কী কিনলেন সোনমের স্বামী

ছোট্ট এক বিরতির পর আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয়কে পেয়ে উচ্ছ্বসিত দর্শক। ‘লাইগার’-এর বিফলতার পর কিছুদিন চুপ ছিলেন তিনি। এরপর কৃষ্ণম রাজুর প্রতি সমবেদনা জানিয়েছেন এ অভিনেতা। এবারে নিজের একটি ড্যাশিং ছবি আর জ্বালাময়ী ক্যাপশন দিয়ে আরও একবার দর্শকের আলোচনার কেন্দ্রবিন্দু বিজয়।

এদিকে, কাজেও পিছিয়ে নেই তিনি। সামনে সামান্থা রুথ প্রভুর সঙ্গে রোমান্টিক-ড্রামা ঘরানার ছবি ‘খুশি’তে দেখা যাবে তাকে। সিনেমাটি পরিচালনা করছেন শিভা নিরভানা।

সূত্র: টলিউড ডট নেট

]]>

Scroll to Top