লাল চাঁদকে নৃশংসভাবে হত্যার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচারিক কমিশন গঠন ও হত্যাকাণ্ডে সরাসরি জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ গতকাল রোববার রিটটি করেছিলেন। রিটটি আজ শুনানির জন্য বিচারপতি কাজী জিনাত হকের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চের কার্যতালিকায় ১২৫ নম্বর ক্রমিকে ওঠে।
এই বেঞ্চে রাষ্ট্রপক্ষে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী প্রথম আলোকে বলেন, রিটে যা চাওয়া হয়েছে, তা চলমান প্রক্রিয়া। আদালত শুনে রিটটি তালিকা থেকে ডিলিট (কার্যতালিকা থেকে বাদ) করে দিয়েছেন।