<![CDATA[
টালিপাড়ার অনেকেই পাড়ি জমিয়েছেন বলিউড ইন্ডাস্ট্রিতে। এবার হয়তো সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন টালিপাড়ার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান।
স্ত্রী নুসরাতের আগেই অবশ্য স্বামী যশ পাড়ি জমিয়েছেন বলিউডে। বর্তমানে যশ দাশগুপ্ত দিব্যা খোসলা কুমারের সঙ্গে জুটি বেঁধে নতুন একটি হিন্দি ছবিতে কাজ করছেন। তবে নুসরাত সত্যিই সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
বর্তমানে এই নায়িকার এক শিশু পুত্রসন্তান রয়েছে। পাশাপাশি তিনি বসিরহাট কেন্দ্রের সাংসদনেত্রীর দায়িত্বও পালন করছেন। সবকিছু ঠিক রেখে কীভাবে তিনি বিগ বসে অংশগ্রহণ করবেন তা এখনো পরিষ্কার নয়।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর পূজার উৎসবে অনুপস্থিত দেব!
এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে নায়িকা নুসরাত কোনো হ্যাঁ বা না উত্তর দেননি। তার ভাষায়, এই নিয়ে আমি এখনই কিছু বলতে চাই না। তবে গুঞ্জন উঠেছে, পারিশ্রমিক নিয়ে কথাবার্তা চলছে; তা ঠিক হয়ে গেলেই মুম্বাইয়ে বিগ বসে অংশ নিতে পাড়ি জমাবে এই টালি নায়িকা।
গুঞ্জন উঠেছে, নুসরাতের এক ঘনিষ্ঠ টালিউড নায়িকাও আলি ফজলের সঙ্গে কাজ করতে পাড়ি জমাচ্ছেন বলিপাড়ায়।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
]]>