Last Updated:
Unique Theft: পরদিন সকালে এসে দেখেন—তালা ভাঙা, দোকান তছনছ। প্যাকেটজাত খাবার, পানীয়, কিছু টাকা—সবই চুরি। শুধু তাই নয়, দোকানে বিক্রির জন্য রাখা দই-চিঁড়া ও কলাও চোরের দল খেয়ে গেছে!

ঋত্বিক ভট্টাচার্য, শিলিগুড়ি: দই-চিঁড়া আর কলা খেয়ে দিব্যি চুরি! শুনতে সিনেমার গল্প মনে হলেও, বাস্তবে এমনই ঘটনা ঘটেছে ফুলবাড়ি বাইপাস সংলগ্ন এক ছোট খাবারের দোকানে। ক্ষতির মুখে পড়েছেন বছর চল্লিশের লতিফা খাতুন, যাঁর কাছে এই দোকানই ছিল একমাত্র আয়ের ভরসা।
লতিফা দীর্ঘদিন ধরেই স্থানীয় এলাকায় একটি ছোট খাবারের দোকান চালান। সম্প্রতি একটি বেসরকারি সংস্থা থেকে ২ লক্ষ টাকা ঋণ নিয়ে দোকানে নতুন করে মাল তুলেছিলেন। স্বপ্ন ছিল—ঋণ শোধ হবে, সংসারে স্বস্তি ফিরবে। কিন্তু সেই স্বপ্ন যেন রাতারাতি চুরি হয়ে গেল।
শুক্রবার রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফেরেন লতিফা। পরদিন সকালে এসে দেখেন—তালা ভাঙা, দোকান তছনছ। প্যাকেটজাত খাবার, পানীয়, কিছু টাকা—সবই চুরি। শুধু তাই নয়, দোকানে বিক্রির জন্য রাখা দই-চিঁড়া ও কলাও চোরের দল খেয়ে গেছে!
Location :
Kolkata,West Bengal
First Published :
July 27, 2025 12:35 AM IST