ঢাকা, ৩০ মে – প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বিকেলে টোকিওর সোকা বিশ্ববিদ্যালয়ে বিশিষ্ট শ্রোতাদের উদ্দেশে ভাষণ দেবেন। সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নে তার অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়টি অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে।
জাপান সফর শেষে প্রধান উপদেষ্টা আগামীকাল সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করবেন। তিনি ওই দিন গভীর রাতে দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
গত ২৭ মে অধ্যাপক ইউনূস চার দিনের সরকারি জাপান সফরে টোকিও পৌঁছান।
সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ৩০ মে ২০২৫