বিএসইসি’র ঘটনায় যা বলল প্রতিষ্ঠানটি | চ্যানেল আই অনলাইন

বিএসইসি’র ঘটনায় যা বলল প্রতিষ্ঠানটি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) ঘটে যাওয়া বিশৃঙ্খলার বিষয়ে বিবৃতি দিয়েছে প্রতিষ্ঠানটি। কয়েকজন উশৃঙ্খল কর্মকর্তা ও কর্মচারী এই রূপ অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করেছে বলে বিবৃতিতে বলা হয়েছে।

বুধবার (৫ মার্চ) সন্ধ্যার পর সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, বিগত দিনের পুঁজিবাজার এর বিভিন্ন অনিয়ম অনুসন্ধানে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন একটি তদন্ত কমিটি গঠন করে ১২টি লিস্টেড কোম্পানি এর বিভিন্ন অনিয়ম তদন্ত করে। এ পর্যন্ত তদন্তকমিটি ৭টি তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। এই রিপোর্ট এর ভিত্তিতে অভিযোগ গঠনের প্রক্রিয়া চলমান যার আওতায় রয়েছে পুঁজিবাজারের বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিএসইসি এর কিছু কর্মকর্তা।

এছাড়া বিভিন্ন অভিযোগ এর পরিপ্রেক্ষিতে ২৫ বছর চাকরি সমাপ্ত করায় বিধি মোতাবেক কমিশন এর এক্সিকিউটিভ ডাইরেক্টর সাইফুর রহমানকে গতকাল (৪ মার্চ) থেকে অবসর প্রদান করা হয়।

এই ব্যবস্থা নেয়ার কারণে কিছু উশৃংখল কর্মকর্তা বিএসইসি এর চেয়ারম্যান এবং কমিশনারদের কমিশন এর বোর্ড রুম এর চলমান সভায় জোরপূর্বক ঢুকে অবরূদ্ধ করে। তারা কমিশন মূল ফটক এ তালা দিয়া দেয়, সিসি ক্যামেরা অফ করে দেয় এবং বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে অরাজক, ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। অকথ্য ভাষা ব্যবহার করে ও পেশি শক্তি প্রদর্শন করে। একি সাথে তারা চেয়ারম্যান এর সদ্য যোগ দেয়া পিএস, যিনি সরকার এর সিনিয়র সহকারী সচিব তাকে লাঞ্চিত করে।

তারা দাবি করে উপরোল্লিখিতো দুইটি ইস্যু-তে নেয়া সিদ্বান্ত তৎক্ষণাৎ প্রত্যাহার করতে হবে। অন্যথায় কমিশন এর তৎক্ষণাৎ পদত্যাগ করতে হবে। এর চরম উশৃঙ্খল ভীতিকর পরিস্থিতি ৪ ঘণ্টা চলে। কমিশন অবরুদ্ধ থাকার খবরে এবং বিএসইসি একটি গুরুত্ব পূর্ণ তথ্য পরিকাঠামো প্রতিষ্ঠান হওয়ায় প্রথমে পুলিশ ও পরবর্তীতে সেনাবাহিনী বিএসইসি-তে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমান কমিশন পুঁজিবাজার এর অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ায় বিএসইসি এর কিছু উশৃঙ্খল কর্মকর্তা ও কর্মচারী এই রূপ অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করেছে বলে প্রতীয়মান হয়।

Scroll to Top