বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন | চ্যানেল আই অনলাইন

বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)। 

আগামী সাত দিনের মধ্যে তদন্ত কমিটিকে মতামতসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুবকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্য সচিব হিসেবে রয়েছেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সাইদুল ইসলাম। সদস্য করা হয়েছে বাংলাদেশ ব্যাংক এর নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংক আইসিটি শাখার পরিচালক মো. মতিউর রহমানকে।

বুধবার ২০ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটির কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইলেকট্রনিক, প্রিন্ট ও স্যোসাল মিডিয়া-তে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর প্রধান কর্মকর্তা জনাব এএফএম শাহীনুল ইসলাম সম্পর্কে প্রকাশিত আপত্তিকর সংবাদ/তথ্যের (স্থির/ভিডিও চিত্র) বিষয়ে তদন্তপূর্বক মতামতসহ প্রতিবেদন দাখিলের জন্য নিম্নরূপ তদন্ত কমিটি গঠন করা হলো।

বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে আপত্তিকর ভিডিও প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ ওঠার পর মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠান। তবে এই নির্দেশনার পরও শাহীনুল ইসলাম আজ যথারীতি অফিস করেছেন।

এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তারা জানান, বিএফআইইউ প্রধানকে সরকার নিয়োগ দেয়। তাই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার এখতিয়ারও একমাত্র সরকারের, এক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের।

কর্মকর্তারা আরও জানান, যে আইনে বিএফআইইউ প্রধানকে নিয়োগ দেওয়া হয়েছে, সেই আইনে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর কোনো বিধান নেই। সরকার চাইলে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), বরখাস্ত বা চাকরিচ্যুত করতে পারে। কিন্তু বাংলাদেশ ব্যাংক বা গভর্নর সরাসরি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেন না। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক শুধু সরকারের কাছে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করতে পারে এবং সেই সুপারিশের ভিত্তিতে সরকার ব্যবস্থা নেবে।

Scroll to Top