প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটাতে যে আগুন নিয়ে বিএনপি খেলছে, সে আগুনেই দলটি পুড়ে যাবে; এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বলেন, আগুনের ঘটনার তদন্ত করা হচ্ছে। কোথা থেকে আগুন লাগানো হচ্ছে, তা খুঁজে বের করা হবে।
এ সময় বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, তাদের গায়ে জ্বালা-যন্ত্রণা করছে। সংকটের মধ্যেও বাংলাদেশের মানুষ কেন ভালো রয়েছে তা তাদের সহ্য হচ্ছে না।
আওয়ামী লীগ বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, এরপরও মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করাই শেখ হাসিনা সরকারের লক্ষ্য।
/এমএন