মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপি আহ্বায়কের সাঁটানো পোস্টার-ব্যানার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তুরাগ খান ছিঁড়ে ফেলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সেই পোস্টার-ব্যানার পা দিয়ে মাড়িয়েছেন ছাত্রদলের কয়েকজন কর্মী। এ–সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়েছে।
পোস্টার ছেঁড়ার ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে থেকে তুরাগ খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তবে তুরাগের দাবি, সাধারণ শিক্ষার্থীরা বিএনপির কিছু পোস্টার ছিঁড়েছেন। সেই সময় তিনি উপস্থিত ছিলেন, তবে পোস্টার ছেঁড়ায় অংশ নেননি।
শিবচর উপজেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভিডিওটি গত ২৭ অক্টোবরের। ওই দিন যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে রাতে ছাত্রদলের আহ্বায়ক তুরাগ খানের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী শিবচর পৌর শহরের কলেজ রোড, স্বাধীনতা চত্বর, ৭১ সড়ক, জেলখানার মোড়, হাসপাতাল রোডসহ অন্তত ১০টি স্থানে উপজেলা বিএনপির আহ্বায়ক কামাল জামান নুরুদ্দীন মোল্লার সাঁটানো ব্যানার-ফেস্টুন ছেঁড়েন। ব্যানারগুলো সাধারণ মানুষের সামনেই ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী পা দিয়ে মাড়ান। উপজেলা বিএনপির ভেতরের কোন্দলে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী এ কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেছেন উপজেলা বিএনপি ও যুবদলের একাধিক নেতা।