বাড়ছে না আবেদন ফি, আগের নিয়মেই জাবির ভর্তি পরীক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গত বছরের নিয়মেই অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ মঙ্গলবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় যে ‘ভর্তি পরীক্ষা আগের নিয়মেই হবে’। ভর্তি পরীক্ষার আবেদন ফিও গত বছরের মতোই থাকবে।

তিনি আরও জানান, করোনা পরিস্থিতি ‘পুনর্বিবেচনা’ করে ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ পরে নির্ধারণ করা হবে।

এর আগে ভর্তি প্রক্রিয়ার ফরমের মূল্যবৃদ্ধি ও দুই ধাপে বাছাই প্রক্রিয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সমালোচনার মুখে এই সিদ্ধান্ত স্থগিত করে।

DMCA.com Protection Status

Scroll to Top