সেপ্টেম্বরে ভিয়েতনামে হবে ছেলেদের এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্ব। আসরে যাওয়ার আগে বাহরাইনে প্রস্তুতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ছেলেদের দল। নিজেদের ঝাঁলিয়ে নেয়ার লক্ষ্য।
এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে বসুন্ধরা কিংসের সাথে কাতারে আছেন কিউবা মিচেলসহ আরও চার খেলোয়াড়। সেখান থেকেই বাহরাইনে দলের সাথে যোগ দেবেন তারা। এশিয়ান কাপে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেন।
বাহরাইনে প্রস্তুতি নিয়ে অনূর্ধ্ব-২৩ দলের প্রধান কোচ সাইফুল বারী টিটু বললেন, ‘দেশে বর্তমানে পূর্ণাঙ্গ দল নেই। আসল জোর দেয়া হচ্ছে বাহরাইনে। সেখানে প্রস্তুতি ও দুটি খেলাও হবে। সেখানে পূর্ণাঙ্গ দল নিয়ে কাজ করব। তখনই ঠিক দলের বোঝাপড়ার ব্যাপারটা ধরতে পারব। আমরা সৌভাগ্যবান বাহরাইনে ১২ দিন থাকা ও দুই ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি।’
দলকে দুই কোচের দেখাশোনা নিয়ে কোচ বলছেন, ‘আমরা আগেই বলেছি হংকংয়ের বিপক্ষে অক্টোবরে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। এই দলে সিনিয়র কয়েকজন খেলোয়াড় আছেন। ক্যাবরেরাও অনেকদিন জাতীয় দলে আছে। তার খেলার মডেল ঠিক রাখার জন্য আসা খুব অবাক করা ব্যাপার না।’
‘কোয়ালিটি অ্যান্ড কন্ট্রোল বিষয়গুলোতে না যাওয়াই ভালো এখন। সামনে আমাদের ভিয়েতনামে টুর্নামেন্ট সেখানেই মনোযোগ।’