এই খবরটি পডকাস্টে শুনুনঃ
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে গড়াতে চলা ২০২৬ ফুটবল বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে জাপান। এশিয়ান অঞ্চলের বাছাইয়ে বাহরাইনকে ২-০ গোলে হারিয়েছে দলটি। সবার আগে বিশ্বকাপ আসরটিতে খেলার যোগ্যতা অর্জন করল দেশটি।
২০২৬ সালের জুন-জুলাইয়ে গড়াবে বিশ্বকাপের আগামী আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো স্বাগতিক হিসেবে অংশ নেবে। সেখানে প্রথম দল হিসেবে বাছাইপর্ব পেরিয়ে বিশ্বমঞ্চে জায়গা করে নিল জাপান।
বৃহস্পতিবার ঘরের মাঠ সাইতামা স্টেডিয়ামে বাহরাইনকে হারায় জাপান। ৬৬ মিনিটে দিয়াচি কামাদা এবং ৮৭ মিনিটে তাকেফুসা কুবো জাপানের হয়ে গোল করেন।
জয়ে এশিয়ান অঞ্চলের বাছাইয়ে ‘সি’ গ্রুপের শীর্ষ দুইয়ে থাকাটা নিশ্চিত করেছে জাপান। ৭ ম্যাচে ৬ জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট দলটির। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার ৯ পয়েন্ট কম জাপান থেকে। ৭ ম্যাচে তাদের অর্জন ১০ পয়েন্ট। দুদলেরই তিনটি করে ম্যাচ বাকি। জাপান যদি পরের তিনটি ম্যাচে হেরেও যায়, শীর্ষ দুইয়ে জায়গা নিশ্চিত থাকবে দলটির।
‘সি’ গ্রুপের তিনে রয়েছে সৌদি আরব, ৬ ম্যাচে ৬ পয়েন্ট তাদের। ইন্দোনেশিয়া ৭ ম্যাচে ৬, বাহরাইন ৭ ম্যাচে ৬ ও চীন ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টিকে আছে দৌড়ে। চীন ও সৌদি আরবের চারটি করে ম্যাচ বাকি। দল দুটির কোনো একটি পরের চারটি ম্যাচ জিতলে পয়েন্ট হবে ১৮। অর্থাৎ, জাপান থেকে ১ পয়েন্ট কম। সেই হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত জাপানের।
৪৮ দল নিয়ে গড়াতে চলা ২০২৬ আসরে এশিয়ান বাছাইপর্ব থেকে সরাসরি জায়গা পাবে ৮টি দল। একটি দল পাবে মহাদেশীয় প্লে-অফ জিতে জায়গা করে নেয়ার সুযোগ। এশিয়ান অঞ্চলের বাছাইয়ে তৃতীয় রাউন্ডে ১৮টি দল তিন গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে।
গ্রুপের তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলগুলো খেলবে বাছাইপর্বের পরের রাউন্ডে। চতুর্থ রাউন্ডে ছয়টি দল খেলবে দুই গ্রুপে ভাগ হয়ে। দুই গ্রুপের সেরা দুটি দল জায়গা করে নেবে বিশ্বকাপে। রানার্সআপ দল দুটি নিজেদের মধ্যে প্লে-অফ খেলবে। যে দল জিতবে, খেলবে মহাদেশীয় প্লে-অফে।