শেরপুরে নকলা উপজেলায় বাস-সিএনজি অটোরিক্সার সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা-মাসহ সিএনজি অটোরিক্সার আরও ৫ জন।
সোমবার (৭ জুলাই) বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটেছে।। নিহত সাত মাস বয়সী শিশুটি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার প্রসেনজিৎ ও তন্দ্রা দম্পতির একমাত্র ছেলে সন্তান।
আহতরা হলেন সিএনজি চালক বাবলা মিয়া (৪০), নকলা উপজেলার পাঠাকাটা গ্রামের ইমরান হোসেন (৩৫), নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার সেতু (২০)।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নকলা উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. মালিহা নুজহাত।
নকলা থানার ওসি হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার বাস ও সিএনজি অটোরিক্সা আটক করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।