বাস ভর্তি আইপিএস অফিসাররা কেন আমিরের বাড়িতে? | চ্যানেল আই অনলাইন

বাস ভর্তি আইপিএস অফিসাররা কেন আমিরের বাড়িতে? | চ্যানেল আই অনলাইন

সম্প্রতি বলিউড অভিনেতা আমির খানের বাসায় এক বাস ভর্তি আইপিএস অফিসার প্রবেশের দৃশ্য ভাইরাল হলে সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক জল্পনা। অনেকে ধারণা করেন এটি কোনও গোপন চলচ্চিত্র প্রকল্পের অংশ, কেউ কেউ বলেন আমিরের বিলাসবহুল গাড়ি ঘিরে তদন্ত চলছে!

শেষমেশ, এই সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে মুখ খুলেছে আমির খানের টিম। এক বিবৃতিতে জানানো হয়, “বর্তমান ব্যাচের আইপিএস প্রশিক্ষণার্থীরা আমির খানের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন এবং তিনি তাদের নিজ বাসভবনে তাদের স্বাগত জানান।”

উল্লেখ্য, ১৯৯৯ সালের ‘সারফরোশ’ ছবিতে আমির খান একজন আইপিএস অফিসারের চরিত্রে অভিনয় করেন। সেই ছবি দেখে ভারতের অনেক সিভিল সার্ভিস পরীক্ষার্থী ও পুলিশ ক্যাডেটরা অনুপ্রাণিত হন। এরপর থেকেই তাদের অনুরোধে বিভিন্ন সময় তিনি আইপিএস ও অন্যান্য সেবামূলক পেশার প্রশিক্ষণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে থাকেন।

এদিকে, আমির খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিতারে জমিন পার’ ভারতের বক্স অফিসে প্রথম মাসে ১৬৫ কোটি টাকার বেশি নেট আয় করেছে।

তিনি আগামী ১৪ আগস্ট অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। উৎসবে তার চলচ্চিত্রজীবনের ওপর একটি রেট্রোস্পেকটিভও প্রদর্শিত হবে।

এছাড়াও সামনে আমির খানকে দেখা যাবে রজনীকান্ত অভিনীত ‘কুলি’ ছবিতে, যেটি পরিচালনা করছেন লোকেশ কানাগরাজ। পাশাপাশি, তিনি যুক্ত হয়েছেন রাজকুমার হিরানির পরিচালনায় একটি বায়োপিকে, যেখানে তিনি অভিনয় করবেন ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকে-র চরিত্রে। নিউজ এইটিন

Scroll to Top