বাসের মধ্যেই চলছে বিজ্ঞান বিষয়ক জ্ঞান! কারণ কী?

বাসের মধ্যেই চলছে বিজ্ঞান বিষয়ক জ্ঞান! কারণ কী?

Last Updated:

ছাত্র ছাত্রীদের শিক্ষা দিতে গ্রামেগঞ্জে ঘুরছে এই বাস,কারণ কী?

+

বাসের মধ্যেই চলছে বিজ্ঞান বিষয়ক জ্ঞান! কারণ কী?

ভ্রাম্যমাণ বাস

সৌভিক রায়, বীরভূম: এই বাসটি আর পাঁচটি বাসের থেকে একদম আলাদা।সাধারণ যাত্রীবাহী বাসকে বদলে ফেলা হয়েছে এক অন্য রূপে। তার ভিতরেই সাজিয়ে রাখা রয়েছে বিজ্ঞানের ছোট-বড় নানা মডেল। বাসের বাইরের অংশেও নানা মডেল দিয়ে সাজানো হয়েছে। ভ্রাম্যমাণ প্রদর্শনী নিয়ে সেই বাসটি ঘুরছে জেলার স্কুলে-স্কুলে। বর্ধমান সায়েন্স এক্সিবিশন কমিটির উদ্যোগে প্রত্যন্ত এলাকায় ছাত্র-ছাত্রীদের মধ্যে বিজ্ঞান সচেতনতা বাড়াতে এই ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

এবার বিজ্ঞান বিষয়ে পড়ুয়াদের আরও বেশি আগ্রহী করে তুলতে গ্রামের স্কুলে পৌঁছে যাচ্ছে ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনী বাস। যা দেখে রীতিমতো কৌতূহল নিয়ে বিজ্ঞানকে জানা ও বোঝার জন্য আগ্রহ প্রকাশ করছে স্কুলের পড়ুয়ারা। বীরভূমের নলহাটির ভগলদিঘী উচ্চ বিদ্যালয়ে সেই চিত্রর কিন্তু দেখা মিলল। স্কুলের তরফে জানা গেছে শহরের তুলনায় গ্রামের ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান বিষয়ে পড়াশোনায় আগ্রহ কম।

আরও পড়ুন: শান্তিপুর ষ্টেশনের নাম পরিবর্তনের আর্জি রেলমন্ত্রীকে, কী হতে পারে নতুন নাম? জেনে নিন

সেজন্য এবার গ্রামের ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান বিষয়ে আগ্রহী করে তুলতে বর্ধমান বিজ্ঞান কেন্দ্রের এমন উদ্যোগ বলে জানা গিয়েছে। সেখানে তারা ভ্রাম্যমান বাসে বিজ্ঞানের নানান বিষয় নিয়ে নলহাটির ভগলদিঘী উচ্চ বিদ্যালয়ে দু\’দিনের কর্মসূচির উপর বিজ্ঞান প্রদর্শন হাতে কলমে তার ব্যবহার করে দেখালেন। স্কুল কর্তৃপক্ষের দাবি শ্রেণীকক্ষে শুধু পুঁথিগত শিক্ষা নয়। কর্মমুখী শিক্ষাও কিন্তু বিশেষ ভাবে প্রয়োজন।

শিক্ষার্থীরা বইয়ের পাতায় যেটা পড়ছে সেটা হাতে-কলমে বাস্তবে রূপ দিয়ে শেখাটাও কিন্তু প্রয়োজন। ফলে বিজ্ঞানকে খুব কাছ থেকে সহজ ভাবে জানা এবং চেনার জন্য সরকারি ভাবে বর্ধমান বিজ্ঞান কেন্দ্র থেকে জেলার বিভিন্ন স্কুল গুলিতে ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই দুদিনের শুধু বিজ্ঞান প্রদর্শনই নয় বরং অ্যানিমেশন সহ বিভিন্ন প্রযুক্তি বিদ্যার সঙ্গে সহজ-সরলভাবে ছাত্র-ছাত্রীদের মনের মধ্যে বিজ্ঞানের প্রবেশ ঘটান হলও। সেই সঙ্গে বিজ্ঞান ভূগোল সহ একাধিক বিষয় যেগুলি প্রত্যেকের জীবনে জড়িয়ে আছে সেগুলো নিজের হাতে সেটার ব্যবহার করে অন্য একধরনের অভিজ্ঞতা অর্জন করল ছাত্র ছাত্রীরা। ফলে বিজ্ঞানের ব্যবহারের নতুন উদ্যোগে খুশি পড়ুয়ারা।

Scroll to Top