বাশারকে উৎখাতই চূড়ান্ত লক্ষ্য

বাশারকে উৎখাতই চূড়ান্ত লক্ষ্য

হোমস ছাড়ছেন বাসিন্দারা

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণে বিদ্রোহীদের অগ্রযাত্রার মুখে গত বৃহস্পতিবার রাত থেকে সিরিয়ার মধ্যাঞ্চলীয় শহর হোমস ছাড়তে শুরু করেছেন হাজারো বাসিন্দা। গতকাল সকালেও এমন চিত্র দেখা গেছে। সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণ করে আসা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথাগুলো জানিয়েছে।

হোমস শহরটি রাজধানী দামেস্ক ও ভূমধ্যসাগরীয় উপকূলীয় এলাকার মাঝামাঝি কৌশলগত জায়গায় অবস্থিত। বিদ্রোহীরা এই শহরের নিয়ন্ত্রণ নিলে উত্তরাঞ্চলের পাশাপাশি এবার উপকূলীয় এলাকার ওপর নিয়ন্ত্রণ হারাতে পারেন প্রেসিডেন্ট আসাদ।

সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ শনিবার কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসতে যাচ্ছেন তুরস্ক, ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। গতকাল তুরস্কের একটি কূটনৈতিক সূত্র এ কথা জানায়।

Scroll to Top