গতমাসে ধারে বার্সেলোনায় যোগ দিয়েছেন ইংলিশ উইঙ্গার মার্কাস র্যাশফোর্ড। যোগ দিলেও এখনও লিগে নিবন্ধন করানো হয়নি তাকে। কারণ বার্সার আর্থিক সমস্যা। র্যাশফোর্ডের যদিও বিশ্বাস, বার্সা তাকে নিবন্ধন করাতে পারবে।
বার্সেলোনার লিগ মৌসুম শুরু হতে মাত্র দুসপ্তাহ বাকি আছে। মায়োর্কার বিপক্ষে শুরু হবে নতুন মৌসুম। তবে এখনও চিন্তিত নন র্যাশফোর্ড। লিগ শুরুর আগে হুয়ান গাম্ফার ট্রফির ফাইনালে খেলবে বার্সা।
নিবন্ধন নিয়ে র্যাশফোর্ট বলেছেন, ‘এটা এমন বিষয় যা ক্লাবকে সমাধান করতে হবে। বিশ্বাস করি ক্লাব সেটার সমাধান করতে পারবে। আমি শুধু অনুশীলন এবং মৌসুম শুরুর জন্য প্রস্তুত হচ্ছি।’
এ মৌসুমে বার্সার বেশ কয়েকজন খেলোয়াড় নিবন্ধন করাতে হবে। তাদের মধ্যে র্যাশফোর্ড ছাড়াও হুয়ান গার্সিয়া, রুনি, সেজেসনি এবং জেরার্ড মার্টিন রয়েছেন।
বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা জানিয়েছেন, ‘প্রক্রিয়াটা বেশ ভালোভাবে আগাচ্ছে। আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি এবং আমাদের আত্মবিশ্বাস তাদের নিবন্ধন করাতে পারব।’