বার্সার বিপক্ষে নামার আগেই দুঃসংবাদ পেল রিয়াল | চ্যানেল আই অনলাইন

বার্সার বিপক্ষে নামার আগেই দুঃসংবাদ পেল রিয়াল | চ্যানেল আই অনলাইন

গেটাফেকে হারিয়ে লা লিগা শিরোপা দৌড়ে নিজেদের টিকিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। তরুণ আর্দা গুলেরের একমাত্র গোলে কলিসিয়াম থেকে জয় নিয়ে ফিরেছে লস ব্লাঙ্কোসরা। লিগের মীমাংসার জন্য অপেক্ষা বাড়লেও কঠিন পরীক্ষা রয়েছে রিয়ালের সামনে। গেটাফের বিপক্ষে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটে পড়েছে তাদের।

প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে লা লিগার ম্যাচে ১-০তে জিতেছে রিয়াল। সামনে এল ক্ল্যাসিকো। শনিবার কোপা ডেল রে’র ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয়বার মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আগের দু-দেখায় রিয়ালকে বড় ব্যবধানে হারিয়েছে বার্সা। ফলে হেরে গেলে হ্যাটট্রিক হারের স্বাদ পাবে কার্লো আনচেলত্তির দল।

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হাইভোল্টেজ ফাইনালের আগে আনচেলত্তির কপালে বাড়ছে দুশ্চিন্তার ভাঁজ। আগে থেকেই ফাইনালে কাইলিয়ান এমবাপে ও ফেরল্যান্ড মেন্ডিকে পাওয়া নিয়ে শঙ্কায় ছিলেন আনচেলত্তি। নতুন করে চোটে পড়েছেন ডিফেন্ডার ডেভিড আলাবা ও মিডফিল্ডার এডুয়ার্ডো কামাভিঙ্গা। ফাইনালে বার্সার বিপক্ষে এদুজনকে পাওয়া এখন অনিশ্চিত।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে রিয়ালের ইতালিয়ান কোচ আনচেলত্তি বলেছেন, ‘আমরা দেখব তাদের শারীরিক পরীক্ষায় কী জানা যায়, কিন্তু (আলাবা এবং কামাভিঙ্গা) উভয়ই পায়ের পেশির চোটে ভুগছেন এবং দেখে মনে হচ্ছে শনিবার খেলাটা তাদের জন্য অবশ্যই কঠিন হবে।’

Scroll to Top