বার্সার দুঃসংবাদ, চোটে মাঠের বাইরে কৌন্ডে | চ্যানেল আই অনলাইন

বার্সার দুঃসংবাদ, চোটে মাঠের বাইরে কৌন্ডে | চ্যানেল আই অনলাইন

বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে খেলেছিলেন ফ্রান্সের ডিফেন্ডার হুলেস কৌন্ডে। খেলার মাঝে চোট পেয়ে উঠে গিয়েছিলেন। বার্সেলোনা জানাল, ভালোই চোট পেয়েছেন তিনি। যেজন্য ইন্টার মিলানের বিপক্ষে দ্বিতীয় লেগে খেলতে পারবেন না।

২৬ বর্ষী কৌন্ডেকে ১১মে লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্ল্যাসিকোতেও পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। প্রায় দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।

কৌন্ডের মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে এ মাসেই। লা লিগায় অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে সবশেষ ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে পারলে সে ম্যাচেও পাওয়া যাবে তাকে।

রবার্ট লেভান্ডোভস্কি ও আলেজান্দ্রো বাল্ডেকে দ্বিতীয় লেগে পাওয়ার আশা করছে বার্সেলোনা। কোচ হ্যান্সি ফ্লিক জানিয়েছেন, ‘আমরাও আশা করছি তাদের ফেরার। সম্ভাবত তারা খেলতে পারবে। আমাদের আরও অপেক্ষা করতে হবে।’

সান সিরোতে যাওয়ার আগে রিয়াল ভায়াদোলিদের মুখোমুখি হবে বার্সা। জিতে লিগের শীর্ষ ধরে রাখতে চায় দুর্দান্ত ফর্মে থাকা ক্লাবটি।

Scroll to Top