এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মরুর বুকে বছরের প্রথম এল ক্ল্যাসিকো। ম্যাচে শেষের ৩০ মিনিটের বেশি একজন কম নিয়ে খেলেও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে স্প্যানিশ সুপার কাপে রেকর্ড সর্বোচ্চ ১৫তম শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। ম্যাচ শেষে হতাশ হওয়ার কথাই শোনালেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
সৌদি আরবের জেদ্দায় রোববার রাতে শিরোপা নির্ধারণী ম্যাচে রিয়ালকে ৫-২ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। নিজেদের ইতিহাসে এই প্রথম সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুটি এল ক্ল্যাসিকোতে রিয়ালের জালে ৪ বা এরবেশি গোল জড়াল বার্সা। ১৯৬৩ সালে রিয়ালের (৫-১ ও ৪-০) পর প্রথমবার ক্ল্যাসিকোয় দেখা গেল এমনকিছু।
হারের কারণ খুঁজতে গিয়ে ৬৫ বর্ষী ইতালিয়ান কোচ আনচেলত্তি বলেছেন, ‘এটা বাজে একটি রাত। আমরা আমাদের সব সমর্থকদের মতোই হতাশ। আমাদের এটা আড়াল করা উচিত হবে না, এটাই ফুটবল। কখনো আমরা জিতব, কখনো হার থেকে আমাদের শিখতে হবে। আমাদের সামনে তাকাতে হবে।’
‘আমরা খুব বাজেভাবে ডিফেন্ড করেছি। এটা খেলায় আমাদের ক্ষতির কারণ হয়েছে। তারা খুব সহজেই গোল পেয়ে গেছে। প্রচল চাপের মুখে আমরা ভালোভাবে রক্ষণ সামলাতে পারিনি।’
‘বিরতির সময় বলেছি যে, আমাদের ফুটবল খেলার চেষ্টা করা উচিত। কারণ, প্রথমার্ধে আমরা ফুটবলই খেলিনি। লং বল খেলেছি, কিন্তু সেটা আমাদের পরিকল্পনা ছিল না। আমরা যেভাবে খেলতে চেয়েছি, সেভাবে খেলতে পারিনি। তাদের বলেছি তারা হারতে পারে, কিন্তু প্রথমার্ধে আমরা যে ফুটবল খেলেছি, সেভাবে খেলে নয়।’