নতুন দলে যাওয়ার আলোচনায় আছেন বার্সেলোনার একাডেমি লা মাসিয়া থেকে উঠে আসা মিডফিল্ডার গুইয়ে ফের্নান্দেজ। স্প্যানিশ জায়ান্টদের বিস্ময়বালককে নিতে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর আগ্রহ বাড়ছে। ১৭ বর্ষী ফের্নান্দেজকে নিতে চায় জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড, পর্তুগিজ ক্লাব এফসি পোর্তো।
কাতালুনিয়ান উদীয়মান মিডফিল্ডারকে নিয়ে এজেন্ট হোর্হে মেন্ডেস বেশ কিছুদিন ধরেই প্রস্তাব পাচ্ছেন। গুইয়ের জন্য কিছু ক্লাব স্থায়ী চুক্তি চেয়েছে, ধারেও নিতে আগ্রহী কেউ কেউ।
গত গ্রীষ্মে হ্যান্সি ফ্লিক বার্সেলোনার কোচ হয়ে আসার পর ফের্নান্দেজকে প্রাক-মৌসুম প্রশিক্ষণে ডাকেন। চলতি বছরও সুযোগ পেয়েছেন তিনি। সম্প্রতি সাউথ কোরিয়ার ক্লাব এফসি সিউলের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠেও নেমেছিলেন বদলি হিসেবে। ১৫ মিনিট মাঠে ছিলেন।
বার্সার এশিয়া সফর শেষে ফের্নান্দেজ ও এজেন্ট মেন্ডেস ন্যু ক্যাম্পে গুইয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনা বসবেন। যদিও স্পোর্টিং ডিরেক্টর ডেকো ও ক্লাবটির কর্মকর্তারা ফের্নান্দেজকে ছাড়তে চাচ্ছেন না।