বার্ন ইনস্টিটিউটে আইসিইউতে ১২, অধিকাংশই শিশু শিক্ষার্থী | চ্যানেল আই অনলাইন

বার্ন ইনস্টিটিউটে আইসিইউতে ১২, অধিকাংশই শিশু শিক্ষার্থী | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ১২ জন বর্তমানে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন।

চিকিৎসকরা জানিয়েছেন, তাদের মধ্যে অধিকাংশই শিশু শিক্ষার্থী।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিমান দুর্ঘটনায় দগ্ধ ১২ জন বর্তমানে ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন। এদের মধ্যে অধিকাংশই শিশু। তাদের অবস্থা গুরুতর বলেই আইসিইউতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত দুর্ঘটনায় দগ্ধ হয়ে ১০ জন মারা গেছেন। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে বার্ন ইনস্টিটিউটে মোট ৪৪ জন রোগী ভর্তি রয়েছেন।

Scroll to Top