রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কাল শনিবার (২৮ অক্টোবর) শান্তি ও উন্নয়ন সমাবেশের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। আজ শুক্রবার সকাল থেকেই মঞ্চ ও সাউন্ড সিস্টেমসহ নানা প্রস্তুতি চলছে।
এই সমাবেশের মাধ্যমে মাঠের শক্তিতে নিজেদের শ্রেষ্ঠত্ব আবারও প্রমাণ করতে চায় আওয়ামী লীগ। কোনো অবস্থাতেই রাজপথ ছাড়া যাবে না বলে দিক-নির্দেশনা দেয়া হয়েছে নেতাকর্মীদের। এছাড়া, বিএনপিসহ বিরোধীদের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির বিষয়েও নেতাকর্মীদের সজাগ থাকতে বলেছেন আওয়ামী লীগ নেতারা। কোনো ধরনের আক্রমণের শিকার হলে পাল্টা আক্রমণের কথাও বলছেন দলটির শীর্ষ নেতারা।
সমাবেশ সফল করতে গত দুই দিন ধরে একের পর এক প্রস্তুতি সভা করছে দলটি। এছাড়া গতকাল থেকেই বিভিন্ন ওয়ার্ড ও থানায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল-মিটিং করছেন। আজ সকাল থেকে পুরো মহানগরীতে দলীয় নেতাকর্মীদের সতর্ক নজর রাখতে বলা হয়েছে।
/এমএন