ঢাকাপ্রতিদিন বিনোদন ডেস্ক : বাবা হারালেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। মঙ্গলবার মধ্যরাতে (৩০ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা মো. মকবুল হোসেন মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
বুধবার ভোর ৪টা ৬ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে মিষ্টি জান্নাত নিজেই এ খবর নিশ্চিত করেছেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তার বাবা।
কয়েক মাস আগেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কয়েক দিন চিকিৎসা নেওয়ার পর শারীরিক ভাবেসুস্থ হলে বাসায় ফেরেন তিনি। গতকাল (২৯ জুলাই) হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে মিষ্টি জান্নাতের।
নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন পেশাদার চিকিৎসকও।
ঢাকাপ্রতিদিন/এআর