বাবা হারালেন নায়িকা মিষ্টি জান্নাত | চ্যানেল আই অনলাইন

বাবা হারালেন নায়িকা মিষ্টি জান্নাত | চ্যানেল আই অনলাইন

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মিষ্টি জান্নাত হারালেন তার পিতা মো. মকবুল হুসাইনকে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মিষ্টি জান্নাত নিজেই।

নায়িকা জানান, তার বাবা দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

মিষ্টি জান্নাত বলেন, “আমার বাবা অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। হঠাৎ অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করি। কিন্তু শেষরক্ষা হলো না। সবাই বাবার জন্য দোয়া করবেন।”

উল্লেখ্য, মিষ্টি জান্নাতের বাবা মো. মকবুল হুসাইন একজন ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুতে পরিবার ও ঘনিষ্ঠ মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Scroll to Top