রাতের আঁধারে রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলা হয়েছিল তাঁকে। জীবন্ত মানুষটির চোখ উপড়ে ফেলা হচ্ছে। পুরুষদের পাশাপাশি এ কাজে দুই নারীও সহায়তা করছেন। অসহায়ভাবে ছটফট করছিলেন, তবু রক্ষা পাননি তিনি। এখন ঢাকার হাসপাতালের একটি কক্ষে ব্যথায় কাতরাচ্ছেন রিপন ব্যাপারী (৫০) নামের ওই ব্যক্তি।
২৮ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজে লোমহর্ষক এই দৃশ্য দেখা গেছে। ৮০ বছর বয়সী বাবার উপস্থিতিতে দুই ভাই, ভাইয়ের স্ত্রী ও মেয়েসহ অন্য স্বজনেরা রিপন ব্যাপারীর দুই চোখ উপড়ে ফেলেছেন। এ ছাড়া দা দিয়ে রিপনের মাথার তালুসহ সারা শরীরে আঘাতের চিহ্ন আছে। চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেনা–এই জীবনে আর আলো দেখতে পারবেন না তিনি।
রিপন ব্যাপারী বর্তমানে ভর্তি আছেন রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। গতকাল বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা গেল, সকালে রিপন ব্যাপারীর অস্ত্রোপচার হয়েছে। দুই চোখে ব্যান্ডেজ। ব্যথায় কাতরাচ্ছেন তিনি।
চিকিৎসকেরা জানিয়েছেন, রিপন আর কখনোই দুই চোখে দেখতে পারবেন না। রিপন নিজেও তা বুঝতে পারছেন। কিন্তু যাঁদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন—বাবা, ভাইসহ স্বজনেরা জমির হিসাব মেটাতে এমন নির্মমভাবে তাঁর দুই চোখ উপড়ে ফেলতে পারেন, তা কোনোভাবেই মানতে পারছেন না তিনি।